ভারতে নাট্যোৎসবে যাচ্ছে মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল |
![]() দলটির সভাপতি সাব্বির হোসাইন জাকির দল প্রধান হিসাবে এই দলের নেতৃত্ব দিচ্ছেন এবং অভিনয় করবেন। আরো অভিনয় করবেন সালাহউদ্দিন বাবুল, আশরাফ আলি, শরীফ মাহমুদ, সিমান্ত দাস, হৃত্তিক দাস, শুভ দাস, মুশফিক সিহাব, আহসানুল হক জনি। নাট্য উৎসবের তৃতীয় দিন বিশেষ আকর্ষণ কলকাতার সিউরির রবীন্দ্র সদনে অভিনেতা, নাট্যকার, নির্দেশক সংগীত শিল্পী শিশির রহমানের একক সংগীত সন্ধ্যার আয়োজন করছে আয়োজক ভারতের বিখ্যাত নাট্য দল ‘এখনই’ নাট্য দল। এমএইচএস/এসআর |