হিলি স্থল বন্দরে আমদানি-রফতানী বন্ধ |
![]() হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আমদানী-রপ্তানি বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে শুধু মাত্র এক দিনের জন্য হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। -জিএমআরএম/এমএ |