ঢামেকেই যোগ দিতে হচ্ছে ডা. মোস্তাফিজুরকে |
![]() ফাইল ছবি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ও ক্যাটারেক্ট ডা. মো. মোস্তাফিজুর রহমানকে বদলীকৃৃত কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) যোগ দিতে হচ্ছে। ঢামেকে তাকে বদলীর আদেশ স্থগিত চেয়ে করা রিট আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গৌতম কুমার রায়। গত ২৮ নভেম্বর অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে ঢাকা মেডিকেল কলেজে বদলী করা হয়েছিল। সেই বদলী আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ১৫ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। এই রিট আবেদন শুনানি শেষে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। -এনএইচ/এমএ |