কন্যার বাবা হলেন বাপ্পা মজুমদার |
![]() প্রথম সন্তানের মুখ দেখলেন সঞ্চালক-অভিনেত্রী তানিয়া হোসাইন ও গায়ক-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তানিয়ার কোলজুড়ে আসে কন্যা সন্তান। মা ও সন্তান- দুজনেই সুস্থ আছেন। বাসায় ফিরতে পারবেন দ্রুত সময়ের মধ্যেই। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। জন্মের আগে থেকেই মেয়ের নাম ঠিক রেখেছিলেন বাপ্পা-তানিয়া। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। তবে বন্ধু মহলে বাপ্পা বলেছেন, মেয়েকে পরী ডাকবেন। নিজের বিখ্যাত গান ‘পরী’র অনুসরণ করেছেন। সবার কাছে মেয়ের জন্য দোয়াও চেয়েছেন বাপ্পা। ২০১৮ সালের ২৪ জুন বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এইচএস |