বাউফলে নারী-শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা |
![]() শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম মিয়া, মেডিকেল অফিসার নুর আহমেদ সাঈদ প্রমূখ। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৩ শতাধিক নারী ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। -এএস/এমএ |