মায়ের সঙ্গে অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা |
![]() রোববার সন্ধ্যায় সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের তেরদোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাদিয়া আফরিন (১৫) ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুস সালামের মেয়ে। সে লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সন্ধ্যার দিকে সবার অজান্তে সাদিয়া নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে ওসি আরও জানান, পড়াশোনার জন্য সাদিয়ার মা তাকে বকাবকি করতো। সেই কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহ ময়নাতদন্তে না পাঠিয়ে সমাহিত করা হয়েছে। -এএএল/এমএ |