নোয়াখালীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ |
![]() শুক্রবার দিবাগত রাত ৯টা ও রাত সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা শহর মাইজদীর মৃত এড. এ কে এম নূরুল হুদার ছেলে এড. নজরুল ইসলাম নিজামী ও কবিরহাট পৌরসভার জৈনদপুর গ্রামের আবু তাহের। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাইজদী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে হাঁটছিলেন নোয়াখালী বারের সদস্য এড. নজরুল ইসলাম। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে কবিরহাট বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন নবারুণ সমবায় সমিতি অফিসের পিয়ন আবু তাহের। পরে তিনি কবিরহাট-সোনাপুর সড়কের কবিরহাট সিনেমা হলের সামনে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন ও কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান সড়ক দূর্ঘটনায় পথচারী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এমআরএম/এসআর |