০৭ ডিসেম্বর, ২০১৯ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) প্রিয় মেষ, জীবনকে নতুনভাবে আবিষ্কার করবেন। দায়িত্বপূর্ণ কাজে সাফল্য পদোন্নতির কারণ হতে পারে। চেষ্টা করলে পছন্দসই কিছু অর্জন করতে পারবেন। প্রেম শুভ, সন্তান লাভ হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ভালোবাসা, হাসি-ঠাট্টা, আনন্দের মধেই কেটে যাবে দিনটি। কর্মক্ষেত্রে দায়িত্ব বজায় রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এককভাবে নিতে যাবেন না। প্রেমের সুযোগ আছে। স্বাস্থ্য ভালো কাটবে। ![]() মিথুন (২২ মে-২১ জুন) সাহিত্যিক মিথুন, অপ্রত্যাশিত অর্থ যোগ রয়েছে। ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিন, বন্ধু ও আত্মীয়রা সহযোগিতার হাত বাড়াবে। দাম্পত্য জীবন কাটবে শান্তিময়। সাহিত্য ও রোমান্টিক লেখালেখি করতে ভালোবাসেন। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) আজকে সবাইকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে ঠকবেন। চোখ-কান খোলা রেখে কাজ করুন। জনকল্যাণ কাজে সুযোগকে হাতছাড়া করবেন না। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি শুভ। হতাশ হবেন না। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) প্রিয় সিংহ, আবহাওয়ার পরিবর্তন আপনাকে কাবু করে ফেলতে পারে। আজ বেকারদের একটি গতি হতে পারে। ভ্রমণ শুভ। ভালো একটি কাজের সন্ধান পেতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে অগ্রসর হওয়া উচিত। স্বাস্থ্য ভালো যাবে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) দয়া করে আপনার খুঁতখুঁতে মানসিকতা ত্যাগ করতে চেষ্টা করুন। পরিবারকে সময় দিন। পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। মনকে প্রশ্ন করুন—আসলে আপনি কী চান। যেটা চাইবেন সেটাই পাবেন, সময় ভালো। শুভ কামনা করি।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) প্রিয় তুলা, আপনি মনটা স্থির করুন। আসলে আপনি কী চান। শান্ত হোন অর্থ বা রাজনীতি নিয়ে জুয়া খেলতে যাবেন না। অসাধারণ সাফল্য পাবেন। আপনি নিজের দেশকে অনেক ভালোবাসেন, তাই না।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার নতুন উদ্যম আসবে। এ উদ্যমকে কাজে লাগান। ব্যবসা ক্ষেত্রে আপনি বেশ কিছু দূরদর্শী সিদ্ধান্ত নেবেন। যৌথ বিনিয়োগে সাফল্য পাবেন এবং আপনার জন্য লাভজনক হবে। ভালো থাকুন। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) প্রিয় ধনু, নানা দিক থেকে সুযোগ আসবে। এ সুযোগগুলো নিতে ঠাণ্ডা মাথায় সঠিক পথে এগিয়ে যান। শুধু বর্তমান নিয়ে ভাববেন না, ভবিষ্যৎ নিয়েও ভাবুন। জীবনে অনেক রহস্যের আবির্ভাব ঘটবে। নতুন কিছু কেনাকাটা করতে পারেন। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি)মকর, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার পরিচিতি এবং কাজের পরিধি আরো বাড়বে। আত্মীয়রা শত্রুতা করতে পারে, মনোবল হারাবেন না। দিনের শেষে পরিচিত কোনো মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) কাজ করেন; কিন্তু ফল পান না। আজ একটি ফলের ঝুড়ি কিনে ফেলেন। আমি বলছি, শুভ কাজ আপনার হাতের কাছে। একটু পরিশ্রম করলেই ফল ঝুড়িতে নিতে পারবেন। প্রেম, রোমাঞ্চ ও যাত্রা শুভ।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) প্রিয় মীন, আপনি হতাশ হবেন না। হলুদ রঙের ফল কিনে খাবেন। দিনটি খুবই রমরমা যাবে। জীবনে একটি উল্লেখযোগ্য কাজ উঁকি দিতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |