For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

'চিকিৎসার টাকা নেই, আমার অফিসে দেখা করবেন'

Published : Wednesday, 4 December, 2019 at 12:51 PM Count : 399

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, 'গরীব মানুষের সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমি নেব। যারা বয়স্ক, বিধবা ভাতা পাননি পর্যায়ক্রমে তাদেরকে ভাতা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের ঘরের চালে টিন নেই তাদেরকে টিন দেওয়া হবে। রাস্তা নেই, দেওয়া হবে। বাক, শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধী ভাতা থেকে কেউ বঞ্চিত হবে না।'

মঙ্গলবার সন্ধ্যায় সালথা উপজেলার ভাওয়াল মিয়া বাড়ির উঠানে আয়োজিত 'জনগণের দোঁরগোঁড়ায় প্রশাসন' নামক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, 'বৃদ্ধরা আমার কাছে আসবেন, বৃদ্ধাশ্রমে ঠাঁই করে দেব। স্কুল-কলেজের বেতন দিতে পারছেন না, আমাকে বলবেন তাদের দায়িত্ব আমি নেব। গরীব ছাত্র-ছাত্রীদের বেতন মাফ। টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, এমন কথা মানবো না। চিকিৎসার টাকা নেই, আমার অফিসে দেখা করবেন- ব্যবস্থা আমি করবো। মুক্তিযোদ্ধাদের অভিযোগ থাকলে আমাকে বলবেন। আমার নাম্বারে ফোন করে সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের প্রয়োজন অবহিত করবেন।'

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার।
এ সময় আগত ইউনিয়নবাসীর অভাব, অভিযোগের কথা শুনে তাৎক্ষণিক ভাবে পরুড়াসাধুপাড়া গ্রামের মৃত মো. আবুল কাশেম মোল্যার স্ত্রী রুপিয়া বেগমের সন্তানদের ও নূরজাহানের ছেলে নূর আলমের লেখাপড়ার দায়িত্ব নেন জেলা প্রশাসক। পাশাপাশি কুলসুম বেগমের ঘরের জন্য দুই বান টিন বরাদ্দ দেন।

উপজেলার ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান, পিআইও, সমাজসেবাসহ দপ্তরপ্রধানদের প্রতিবন্ধী, গরীব ছাত্র-ছাত্রী, ঘর নাই, রাস্তা নাইসহ সমস্ত তালিকা তৈরী করে জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ভীষণগুলো আমরা মানুষের জন্য বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। কেউ বঞ্চিত থাকবে আমরা তা শুনতে চাইনা।

বাল্য বিবাহ, মাদকের ব্যবহার ও বিক্রেতার করুণ পরিণতি সম্পর্কে কঠোর হুশিয়ারি প্রদান করেন ইউএনও।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষঅতিথি ছিলেন, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি ) প্রকল্প বিভাগের উপ-পরিচালক ও উপ সচিব মো. মনিরুজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভাওয়ালইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান (ফকির মিয়া)সহ আরও অনেকে।

-এমকিউএইচবি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft