জাকারিয়া পদক পেলেন মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেলের শিশির রহমান |
![]() অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মঞ্চজননী ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো থিয়েটার প্রযোজিত মুনীর চৌধুরীর দুটি একাঙ্কিকা। ‘স্বামী সাহেবের অনশনব্রত’ শিরোনামের নাটকটি খুরশীদ আলম এবং নাটক ‘গতকাল ঈদ ছিল’ নাটকের নির্দেশনা দিয়েছেন তানজুম আরা পল্লী। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা। উল্লেখ্য, ১৯৮৯ সালে থিয়েটার প্রবর্তন করে ‘মুনীর চৌধুরী সম্মাননা’। নাট্য ও সংস্কৃতিতে অবদান রাখা একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননায় ভূষিত করা হয়। এ যাবৎ ‘মুনীর চৌধুরী সম্মাননা’য় ভূষিত হয়েছেন- মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), আবদুল্লাহ আল-মামুন, নাগরিক নাট্য সম্প্রদায়, সৈয়দ জামিল আহমেদ, রামেন্দু মজুমদার, মুক্তধারা, সাঈদ আহমদ, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, জিয়া হায়দার, মলয় ভৌমিক, পার্থ প্রতিম মজুমদার, আবদুস সেলিম, মনোজ মিত্র, আরণ্যক নাট্যদল, লিয়াকত আলী লাকী, মৃত্তিকা চাকমা, ম. হামিদ, কেরামত মাওলা প্রমুখ। অপরদিকে, ১৯৯৭ সালে প্রবর্তিত হয় ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক’। দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়াসে একজন প্রতিভাদীপ্ত তরুণ নাট্যশিল্পীকে এই পদক প্রদান করা হয়। এ যাবৎ ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক’ পেয়েছেন- আহমেদ ইকবাল হায়দার, মান্নান হীরা, শিমুল ইউসুফ, ঠান্ডু রায়হান, খালেদ খান, দেবপ্রসাদ দেবনাথ, নাসিরুল হক খোকন, মাসুম রেজা, আমিনুর রহমান মুকুল, ফয়েজ জহির, জগলুল আলম, শুভাশিস সিনহা, বাবুল বিশ্বাস, অসীম দাশ, থিয়েটারওয়ালা, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, আইরিন পারভীন লোপা, আকতারুজ্জামান, অভিজিৎ সেনগুপ্ত, রুমা মোদক ও পান্থ শাহিরয়ার। ২০১৯ সালে মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হয়েছেন অধ্যাপক মো. শফি আহমেদ এবং মুন্সীগঞ্জের কৃতি সন্তান থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, কন্ঠ শিল্পী ও সংগীত পরিচালক শিশির রহমানকে কে থিয়েটার প্রবর্তিত মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদকে ভূষিত করে বাংলাদেশের প্রথিতযশা নাট্যদল থিয়েটার। এমএইচএস/এসআর |