কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা |
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাজার কর্মকর্তা আ. মান্নান, ক্যাব সদস্য জাহাঙ্গীর হোসেনসহ কাউখালী থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর মা মিস্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা ও হাবিব স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। -আরএইচবি/এমএ |