For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সৌদিতে 'ডিনশীপ অ্যাওয়ার্ড' পেলেন বাংলাদেশি রহমত উল্লাহ

Published : Thursday, 21 November, 2019 at 11:11 AM Count : 270

সৌদি আরবে 'ডিনশীপ অ্যাওয়ার্ড' পেলেন বাংলাদেশি রহমত উল্লাহ। দেশটির কিং সউদ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ফ্যাকাল্টির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রদের মধ্যে স্থান করে নেয়ায় তাকে এ পুরষ্কার দেয়া হয়।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩৯-৪০ হিজরি শিক্ষাবর্ষে ফ্যাকাল্টিসমূহে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১শ ৮৭ জন ছাত্র-ছাত্রীকে ডিনশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বদরান আল উমরের উপস্থিতিতে প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ নরসিংদীর রায়পুরের শিবপুর গ্রামের আনোয়ারুল হকের কনিষ্ঠ সন্তান। গত শিক্ষাবর্ষেও এই পুরষ্কার অর্জন করেন তিনি।
প্রত্যেক ফ্যাকাল্টি থেকে সর্বোচ্চ নম্বরধারী ৫ জন করে ছাত্র-ছাত্রী বাছাই করা হয়। এদের মধ্যে সৌদি ছাত্র-ছাত্রী ছাড়াও ৮ জন বিদেশী ছাত্র এ অ্যাওয়ার্ড পান।

কিং সউদ বিশ্ববিদ্যালয় আরব বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা, বিজ্ঞান, কলা, প্রকৌশল, আরবি ভাষা, পর্যটন ও মনোবিজ্ঞান ইত্যাদি বিভাগে প্রায় ৩৫ জন বাংলাদেশি শিক্ষার্থী অনার্স, মাস্টার্স, পিএইচডিসহ বিভিন্ন শিক্ষাস্তরে অধ্যয়নরত রয়েছেন।

-এসসি।এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft