For English Version
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
হোম

তৃতীয় দিনেও বন্ধ রয়েছে বাস চলাচল

Published : Wednesday, 20 November, 2019 at 10:58 AM Count : 297

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো দেশের বেশ কিছু জেলা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। 

গত সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বাসচালক ও শ্রমিকদের এ ধর্মঘট বুধবার তৃতীয় দিনে গড়ালো।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী-

নারায়ণগঞ্জ
দেশের বিভিন্ন জায়গার পর এ দাবিতে এবার নারায়ণগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল।
অভ্যন্তরীণ ছোট কিছু যানবাহন ছাড়া তেমন কোন গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না সড়কগুলোতে।

জানা যায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

শ্রমিকরা বলেন, গলায় এত বড় রশি নিয়ে সড়কে আমরা গাড়ি চালাব না। এ আইন সংশোধন করা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন বলেন, ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন নারায়ণগঞ্জের শ্রমিকরা। সাইনবোর্ড এলাকাতে তারা এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়া বাকি সড়কগুলোতে যানবাহন চলছে। তবে কম।

-এমএ

দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট
১১ জেলায় বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft