![]() |
পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা |
![]() সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাটাইল চরে পরকিয়ায় বাধা দেয়া স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত জেসমিন খাতুন (২৫) উপজেলার হাপানিয়ার চরের কোরবান আলীর মেয়ে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পাষন্ড স্বামী আহাম্মদ আলী মন্ডল পলাতক রয়েছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে উপজেলার হাটাইল চরের হেলাল মন্ডলের ছেলের সঙ্গে হাপানিয়া চরের কোরবান আলীর মেয়ে জেসমিন খাতুনের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছরের পুত্র এবং ৬ মাসের কন্যা সস্তান রয়েছে। স্ত্রীর অমতে এর আগে আরো কয়েক স্থানে সে বিয়ে করেছে। এছাড়া ঢাকায় একটি মেয়ের সঙ্গে পরকিয়া সম্পর্কও রয়েছে বলে তার পরিবার জানায়। এ নিয়ে তাদের পরিবারে অসন্তোষ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জেসমিনকে মারধর করে আহাম্মদ আলী মন্ডল। একপর্যায়ে পিটিয়ে হত্যা করে। এরপর আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাইরে একটি গাছের সঙ্গে গলায় রশি লাগিয়ে সে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ মর্গে প্রেরণ করে। নিহতের পিতা কোরবান আলী অভিযোগ করে জানান, আমার মেয়ে জেসমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে পালিয়েছে তার স্বামী। আমরা তার শাস্তি চাই। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের মাতা-পিতা হত্যা বলে অভিযোগ করেছেন। আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এসবি/এইচএস |