![]() |
'সময় বাড়ছে না আয়কর মেলার' |
![]() এনবিআর চেয়ারম্যান বলেন, 'আয়কর মেলার সময় বাড়ানোর প্রয়োজন পড়বে না। তবে শেষ দিন রাত ৯ থেকে ১০টা পর্যন্ত মেলা চলবে। অর্থাৎ যতক্ষণ করদাতা থাকবে ততক্ষণ মেলা চলবে।' 'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এমন স্লোগানে সাত দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর অফিসার্স ক্লাবে জমে উঠেছে আয়কর মেলা। করদাতারা সেবা গ্রহণ করার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল করছেন মেলায়। করদাতাদের বিচরণে মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ষষ্ঠ দিনের মত দেশের ৮টি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারাদেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে মেলা চলছে। তবে মেলার শেষ দিনে যতক্ষণ পর্যন্ত করদাতা থাকবে ততক্ষণ মেলা চালু থাকবে। প্রতি বছরের মতো এবারও গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। ২০১০ সালে প্রথমবারের মতো দেশে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর থেকে প্রতি বছরই এই মেলা আয়োজনের মধ্য দিয়ে এনবিআর করদাতা সংগ্রহ, রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ করে দেয়। এখানে কর সংক্রান্ত তথ্যও সরবরাহ করা হয়। এবার সব বিভাগীয় ও জেলা শহরে এবং ১০০টিরও বেশি উপজেলায় আয়কর মেলা চলছে। এবারের আয়কর মেলায় করদাতাদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে উপ-কর কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে। -এমএ |