ঘুরে আসুন রামগতির স্লুইস গেটে |
![]() ক্লান্তি, অলস সময় ও নাগরিক কর্মব্যস্ত জীবনে ছাপিয়ে মেঘনা নদীর কোল ঘেঁষা নিরিবিলি এই স্থানে বসলেই প্রকৃতির মাঝে আপনি যেন হারিয়ে যাবেন। তাইতো ছুটিতে ও অলস সময়ে প্রশান্তির ছোঁয়া পেতে স্লুইস গেটে আসেন অনেকেই। স্লুইস গেটে প্রায় সময়ই প্রকৃতি প্রেমীদের ভীড় লক্ষ্য করা যায়। আর ছুটির দিনগুলোতে তা আরও বেড়ে যায়। স্লুইস গেটের নদীর পাড়ের পড়ে থাকা অসংখ্য ব্লকগুলোতে বসে ভাবনার জগতে হারিয়ে যেতে পারেন। এখানে এলে দেখতে পাবেন সূর্যাস্তের মত অপরূপ দৃশ্য। পাশে গভীর ঝাউ বন। ৪-৫ কিলোমিটার বিস্তৃত এই ঝাউ বন। নদীতে ভ্রমণ করার মত নৌকার ব্যবস্থা সবসময় না থাকলেও এখানে থাকা নৌকার মালিকদের সঙ্গে আলাপ করে তা ব্যবস্থা করা যায়। ![]() তবে এখানে থাকার মত আবাসিক হোটেল নেই। কিন্তু দলগত ভাবে এলে ঝাউবনের মধ্যে অথবা খোলা আকাশের নিচে তাবু টানিয়ে থাকা যাবে। তবে আশপাশে ভালো মানের বাজার না থাকায় থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। কিভাবে যাবেন : দেশের যেকোন প্রান্ত থেকে লক্ষ্মীপুর হয়ে রামগতি বাজার নামতে হবে। পরে রামগতি বাজার থেকে রামগতি-মোহাম্মপুর অঞ্চলিক সড়কের ব্রিজের মাথা এলাকায় নেমে রিকশায় বেড়িবাঁধ দিয়ে ১ কি.মি. অথবা তেগাছিয়া বাজার কিংবা টাংকী বাজার পর্যন্ত সোজা গাড়ি চালিয়ে বেড়িবাঁধ দিয়েও ওই স্থানে যাওয়া যায়। যদি নোয়াখালী দিয়ে আসেন তাহলে সোনাপুর থেকে মন্নাননগর চৌরাস্তা হয়ে ভূঁয়ারহাট পোলের একটু সামনে রাস্তার মাথা নামক স্থান দিয়ে পূর্ব দিকে টাংকী বাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে আসা যায়। -এমএ |