For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

শামীম-খালেদ ও তাদের স্বজনদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Published : Monday, 23 September, 2019 at 4:31 PM Count : 333

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক জি কে শামীম, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

একইসঙ্গে ক্যাসিনোতে ব্যবহৃত জুয়ার উপকরণ, মদ ও মাদকজাতীয় পণ্যের আমদানি তথ্যও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। 

সোমবার এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া এসব তথ্য জানান।
 
তিনি বলেন, 'যারা ক্যাসিনো চালাচ্ছেন তাদের আয়-ব্যয়ের তথ্য জানা দরকার। আইন-শৃংখলা বাহিনীর অভিযানে বিপুল অর্থেরও সন্ধান পাওয়া যাচ্ছে। তবে এসব তথ্য তাদের আয়কর নথিতে দেয়া আছে কি না তা খতিয়ে দেখা হবে। তাই সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেল-সিআইসিকে এসব তথ্য তদন্ত ও ব্যাংক একাউন্ট জব্দ করতে বলা হয়েছে।'

এনবিআর চেয়ারম্যান বলেন, 'ক্যাসিনোতে জুয়ার যেসব উপকরণ, মদ ও মাদকজাতীয় পণ্য ব্যবহার করা হয় এসব আমদানি নিষিদ্ধ পণ্য। তাই এগুলোর যথাযথ তদন্তের জন্য শুল্ক গোয়েন্দাকে নির্দেশ দেয়া হয়েছে।'
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার পর গুলশান-২ এ নিজ বাসা থেকে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ং মেনস ক্লাবের ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এরপর গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতন থেকে যুবলীগের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে তার ৭ দেহরক্ষীসহ আটক করে র‍্যাব। সে সময় তার অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা, ১৬৫ কোটি টাকা এফডিআরের নথি, বৈদেশিক মুদ্রা, মাদক ও অস্ত্র।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft