![]() |
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সমন্বয় সভা |
![]() আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে রোববার এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প. প. কর্মকর্তা ডা. মো. এ এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোণা এপিসি ম্যানেজার মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নিরঞ্জন কুমার ভাদুরী, স্যানিটারী ইন্সপেক্টর মো. হাশিম উদ্দিন খান, ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, এইচএনডব্লিউ টিপি স্পেশালালিস্ট, খোকন রিছিল প্রমূখ। সমন্বয় সভায় মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মা ও শিশুরা যেন সুচিকিৎসা পায় এবং স্বাস্থ্য সেবার উন্নয়নের ছোঁয়া প্রতিটি ঘরের দৌঁড়গোড়ায় পৌঁছতে পারে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বক্তারা। -এআই/এমএ |