বাস চাপায় শিশু নিহত, বৃদ্ধা আহত |
![]() রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বগুড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, সম্ভবত ওই বৃদ্ধা নারী শিশুটিকে নিয়ে উক্ত স্থানে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাত বছর বয়সের মেয়ে শিশুটি মারা যায়। একই সঙ্গে ষাট বছর বয়সী ওই বৃদ্ধা নারীও গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এজেড/এইচএস |