For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

প্রতিপক্ষকে একাই কাবু করলেন রোনালদো

Published : Wednesday, 11 September, 2019 at 12:46 PM Count : 409

২০২০ ইউরো বাছাইতে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। মঙ্গলবার রাতের এ ম্যাচে একাই চার গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

চার ম্যাচে দু’টি ড্রয়ের পর টানা দুই ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউক্রেন।

দেশের হয়ে এটি অষ্টম হ্যাটট্রিক রোনালদোর। আর সবমিলিয়ে ক্যারিয়ারের ৫৪ নম্বর হ্যাটট্রিক। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।

ডি-বক্সে ডিফেন্ডার পালিওনিসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেন পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ৯০ নম্বর গোলটি করেন সিআর সেভেন।
প্রথমার্ধের রোনালদোর পা থেকে আর গোল না এলেও দ্বিতীয়ার্থে ১৬ মিনিটের ব্যবধানে তিন-তিনটি গোল করে প্রতিপক্ষকে একাই শেষ করে দেন।

২৮ মিনিটে অবশ্য সমতায় ফেরে গ্রুপে শেষে থাকা লিথুয়ানিয়া। কর্নারে ভিতোতাসের হেড পোস্টের ভেতরের কানায় লেগে পর্তুগালের জালে বল জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। রোনালদো ও ব্রুনো ফার্নান্দোর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর কারভালহোর হেডও ঠিকানা খুঁজে পায়নি।

৫৭ মিনিটে বের্নার্দো সিলভা গোলরক্ষক বরাবর শট নেয়ায় পাঁচ মিনিট পর আবার এগিয়ে যায় পর্তুগাল। রোনালদোর শট আটকাতে ঝাঁপিয়ে পড়লেও গোলরক্ষকের গ্লাভসে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর বের্নার্দোর ক্রসে গোলমুখে পা-ছুঁইয়ে ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন জুভ তারকা। ইউরোর বাছাই ও মূলপর্ব মিলিয়ে রেকর্ড ৩৪টি গোলের মালিক হন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনারদো।

ম্যাচের ৭৬ মিনিটে বের্নার্দোর ক্রস থেকেই ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো। পর্তুগালের হয়ে তার গোলের সংখ্যা এখন ৯৩টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় ৩৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে কেবল রয়েছেন ইরানের আলি দাই। যার দখলে রয়েছেন রেকর্ড সংখ্যক ১০৯টি গোল।

‘এ’ গ্রুপের খেলায় কসোভোর বিরুদ্ধে ৫-৩ গোলে জিতেছে ইংল্যান্ড। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ইংলিশরা।

রাতের অন্য ম্যাচে মন্টেনিগ্রোকে ৩-০ গোলে হারায় চেক রিপাবলিক। লুক্সেমবুর্গের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সার্বিয়া। অ্যান্ডোরার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের জয় ৩-০ গোলে। মলদোভাকে ৪-০ গোলে হারায় তুরস্ক। আর আলবেনিয়ার কাছে ৪-২ গোলে হারে আইসল্যান্ড।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft