নতুন দ্বৈরথ নিয়ে লা লিগা শুরু হচ্ছে আজ |
![]() ডিয়েগো সিমিওনে কোচ হয়ে তার আগেই অবশ্য রিয়াল-বার্সার দ্বৈত আধিপত্য ভেঙে দিয়েছেন স্পেনের এই লিগে। শিরোপার হিসেব-নিকেশ এখন তাঁর অ্যাতলেতিকো মাদ্রিদকে না রেখে সম্ভবই না। আন্তোনিও গ্রিয়েজমানের মতো তারকাকে হারিয়েও এ বছর যেমন তারা রিয়াল, বার্সার সঙ্গেই সমানভাবে ফেভারিট তালিকায়। আজ থেকে শুরু হওয়া এই ত্রিমুখী লড়াইয়ে একটু একটু করে অবশ্য জানা হয়ে যাবে আসরের ৮৯তম শিরোপাটা ঝুঁকছে কাদের দিকে। আজ রাত ১টায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম পরীক্ষায় নামছে বার্সেলোনা। সাবেক ক্লাবের বিপক্ষে বার্সা কোচ এর্নেস্তো ভালভের্দেরও নতুন চ্যালেঞ্জ শুরু তাতে। নতুন মৌসুমে পুরনো মেসিকে নিয়েও অনেকটাই বদলে গেছে বার্সা। আয়াক্স থেকে ভবিষ্যৎ তারকা হতে ফ্রাংকি ডি ইয়ং এসেছেন। জাভি এর্নান্দেস ও আন্দ্রেস ইনিয়েস্তার পর মিডফিল্ডে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন বলা হচ্ছে এটিকেই। অ্যাতলেতিকো ছেড়ে এসেছেন গ্রিয়েজমান। মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে তাঁর রসায়ন দেখতে মুখিয়ে এখন কাতালান সমর্থকরা। রিয়াল সমর্থকরা যেমন মুখিয়ে হ্যাজার্ডের অন্তর্ভুক্তিতে লস ব্লাংকোদের বদলে যাওয়া দেখতে। বার্সায় ফেলিপে কৌতিনহোর ক্লাব ছাড়া নিয়ে যেমন অনিশ্চয়তা, গ্যারেথ বেল, হামেস রোদ্রিগেসদের নিয়ে সেই অনিশ্চয়তা আছে রিয়ালেও। একটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতিয়ে ক্লাব ছাড়া জিদান ফিরেছেন আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে। জিদানহীন এক বছরে রিয়ালের ট্রফিকেসে কিছুই জোটেনি। নতুন মিশনে এই লিগ শিরোপাটাকেই মূল লক্ষ্য বানিয়েছেন তিনি। সব শেষ ১১টি আসরের আটটি ট্রফিই গেছে ন্যু ক্যাম্পে। বার্সার এই একাধিপত্য তাঁকে না পুড়িয়ে পারে না। হুঙ্কার দিচ্ছেন সিমিওনেও। প্রাক-মৌসুমে এই রিয়ালকেই ৭-৩ গোলে বিধ্বস্ত করেছে তাঁর দল, হারিয়েছে জুভেন্টাসকে। গ্রিয়েজমানের জায়গা নেওয়া তরুণ জোয়াও ফেলিক্সকে নিয়েই নতুন জুয়া খেলতে যাচ্ছেন তিনি। এইচএস |