For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

মশা নিধনে নতুন ওষুধ ‘মেলাথিয়ন’ দেবে ডিএনসিসি

Published : Wednesday, 7 August, 2019 at 6:38 PM Count : 365


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে এডাল্টিসাইড হিসাবে (পরিণত মশা নিধনের কীটনাশক) পূর্বে ব্যবহৃত কীটনাশকের পরিবর্তে চীন থেকে আমদানি করা নতুন কীটনাশক ‘মেলাথিয়ন’ ব্যবহার করা হবে।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টায় গুলশানস্থ নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব তথ্য জানান। নতুন কীটনাশক আগের কীটনাশকের চেয়ে অধিক কার্যকর বলে দাবি করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ওষুধটি মাঠ পর্যায়ে (ফিল্ড টেস্ট) এবং গবেষণাগারে পরীক্ষা (ল্যাব টেস্ট) করে এই ফলাফল পাওয়া যায়। এই ওষুধটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং বিভিন্ন দেশে মশা নিধনে ব্যবহৃত হয়।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এখন থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি ইন্টিগেটেড ভেক্টর ম্যানেজমেন্টের (আইভিএম) আওতায় বছরের ৩৬৫ দিন এডিস মশা নির্মূলে কাজ করবে।

কোলকাতা পৌরসংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীন ঘোষ রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের পদক্ষেপ নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যা রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন।

তিনি আরো বলেন, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সরাসরি বাড়ি-বাড়ি গিয়ে জনগণকে সচেতন করে তুলছেন। ইতোমধ্যে প্রায় ১ লাখ ২ হাজার বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়ির মালিককে সর্বমোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধকল্পে সবাই মিলে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর মেয়র গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, উদ্ভিদ সংরক্ষণ শাখার অতিরিক্ত উপ-পরিচালক মো. মোশারফ হোসেন, কীটতত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ।

আরইউ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft