রাণীনগরে বেসরকারি ভাবে ইদ্রিস আলী নির্বাচিত |
![]() নওগাঁর রাণীনগর উপ-নির্বাচনে মো. ইদ্রিস আলীকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪শ ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ্জাক প্রামাণিক মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ ৪৬ ভোট। মো. খলিল প্রামানিক ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১শ ৪৩ ভোট। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মো. ইদ্রিস আলী ৩১ ভোট বেশি পাওয়ায় বেসরকারি ভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিনে) মেশিনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৮ সালের নভেম্বর মাসের ২০তারিখে মৃত্যুবরণ করেন।ওই তারিখে ওই ওয়ার্ডকে শূণ্য ঘোষণা করা হয়। এই ওয়ার্ডের মোট ভোটার ১ হাজার ৫শ ৫৭ জন। -এমএ |