For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

জেলা উপজেলায় মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র হচ্ছে: রেলপথ মন্ত্রী

Published : Friday, 19 July, 2019 at 5:55 PM Count : 403


রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো, নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রতিশ্রুতির আলোকে দেবীগঞ্জ উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রেলপথ মন্ত্রী বলেন, অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন। জেলা পর্যায়ে ৪তলা ও উপজেলার জন্য ৩তলা এবং উপকূলীয় এলাকায় ৪তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে। সারা দেশে ৫৬০টি ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। জেলা পর্যায়ে ৪তলা ও উপজেলার জন্য ৩তলা এবং উপকূলীয় এলাকায় ৪তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র্র নির্মাণ কাজ শুরু হয়েছে। এ জন্য ৮ হাজার ৭২২ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।

৪৩ শতক জমির উপর এই মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণে ১১ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আগে মন্ত্রী প্রস্তাবিত সজীব ওয়াজেদ জয় হাইটেক পার্কের স্থান পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম নূরুজ্জমান ও গিয়াসউদ্দিন চৌধুরীসহ সরকারিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft