মিন্নিকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার |
![]() রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ লিখিত বক্তব্যে ১০টি কারণ উল্লেখ করে বলেন, আয়শা সিদ্দিকা মিন্নি তার ছেলে রিফাত হত্যার সাথে জড়িত। রিফাতের বাবার দাবিগুলো হচ্ছে- নয়নের সাথে বিয়ের ঘটনা সে ও তার পরিবার সুকৌশলে গোপন করে গেছে, বিবাহ বলবৎ থাকা অবস্থায় শরিয়া বহির্ভূতভাবে মিন্নি তার ছেলেকে বিয়ে করেছে, রিফাতের সাথে বিয়ের পরেও মিন্নি নয়নের বাসায় আসা-যাওয়া ও যোগাযোগ রক্ষা করতো, রিফাত হত্যার আগের দিন ২৫ জুলাই মিন্নি নয়নের বাসায় গিয়েছিলো, মিন্নি প্রতিদিন একা একা কলেজে গেলেও ২৬ জুলাই রিফাতকে ডেকে কলেজে নিয়ে গেছে, রিফাত তার স্ত্রী মিন্নিকে নিয়ে মটর সাইকেলে চলে আসতে চাইলেও মিন্নি কৌশল করে কালক্ষেপন করেছে, রিফাতকে যখন রিশান ফরাজী দলবল নিয়ে জাপটে ধরে নিয়ে যাচ্ছিল, তখন স্বাভাবিকভাবে হাঁটতে ছিলো, রিফাতকে কোপানোর সময় মিন্নি আসামীদের জাপটে ধরলেও মিন্নিকে আসামীরা কোপায়নি, আহত রিফাতকে হাসপাতালে নেয়ার চেষ্টা না করে মিন্নি তার জুতা ও ব্যাগ ওঠাতে ব্যস্ত ছিলো এবং আহত রিফাতকে বরিশাল নেয়া হলেও মিন্নি তার সাথে যায়নি। রিফাতের বাবা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করে বলেন, পুলিশ কেন এখন পর্যন্ত মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করছেনা? তার বিশ্বাস, পুলিশ মিন্নিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের সত্যতা তথা প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। আয়শা সিদ্দিকা মিন্নি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, নয়ন বন্ডের সাথে তার বিয়ে হয়নি। জোরপূর্বক কাবিনে স্বাক্ষর নেয়া হয়েছিলো। তার বিরুদ্ধে অপপ্রচারের চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, খুনীদের বাঁচানোর জন্য তাকে জড়ানো হচ্ছে। তিনিও রিফাত হত্যাকারীদের বিচার চান। এমএম/এসআর |