For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্য আটক

Published : Friday, 28 June, 2019 at 10:14 PM Count : 458

রাজধানীর মোহাম্মদপুর ও তুরাগ থানাধীন এলাকায় পৃথক দুইটি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলো- শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২), ও আজিজুল হক (১৮), খোকন মিয়া (৪২), বাবুল (৪৫), নূর নবী (৩৮), মাতবর আলী (৫০) ও সিরাজুল ইসলাম (৩২) ।  এ তাদের কাছ থেকে পাইনগান ও দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ মোহাম্মদপুরে ও র‌্যাব-১ এর পৃথক টিমের সদস্যরা তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এলিট ফোর্স র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম শুক্রবার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-২ এর একটি দল জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন শ্যামলী শিশু পার্কের ভেতরে অন্ধকারে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। 

র‌্যাবের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর সময় শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২), ও আজিজুল হক (১৮) নামে পাঁচজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাব-২এর সদস্যদেরকে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতে তারা এ রকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

র‌্যাবের এই কর্মকর্তা  আরও জানান, দীর্ঘদিন ধরে তারা ঢাকার সুবিধাজনক স্থানে লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

এদিকে, র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম  জানান, বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল তুরাগ থানাধীন কামারপাড়া তালতলায় নির্মাণাধীন মক্কা টাওয়ারের সামনে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচিছল। এসময় মক্কা টাওয়ারের সামনে থেকে ডাকাত দলের খোকন মিয়া (৪২), বাবুল (৪৫), নূর নবী (৩৮), মাতবর আলী (৫০) ও সিরাজুল ইসলাম (৩২) নামে পাঁচজনকে আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা সাধারণ পথচারী, বাসযাত্রী, মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়িসহ নগদ টাকা ও মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি ও ছিনতাই করে আসছিল। পৃথক অভিযানে আটককৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এমআরআর/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft