মিন্নির বাড়িতে পুলিশি পাহারা |
![]() রিফাতের স্ত্রীর বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা বরগুনা সরকারি কলেজের সামনে দিনদুপুরে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার পর তাঁর স্ত্রী আয়েশা সিদ্দীকা মিন্নির বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিপুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে নিহতের স্ত্রীর বাড়িতে পুলিশের চারজনের একটি দলকে পাহারায় দেয়া হয়েছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডিআইজির সংবাদ সম্মেলন এদিকে শুক্রবার বেলা সাড়ে বারটার দিকে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। এসময় বরগুনার পুলিশ সুপার মারুফ আহমেদসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন ডিআইজি শফিকুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছি। এটি শুধু বরগুনা নয়, সারা দেশের পুলিশকে অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। আমরা আশা করি শীঘ্রই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে। তদন্তে পিবিআই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল। পিবিআইর পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে বরিশাল থেকে ১০ জনের স্পেশাল টিম ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে। মিজানুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত শুরু করেছি। আস্থা রাখছেন নিহতের পরিবার রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, ঘটনার দুই দিনেরও বেশি পার হলেও মূল আসামিরা ধরা পড়েনি। তবুও পুলিশ প্রশাসনের তৎপরতা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দিয়ে আমার ছেলের হত্যার ঘটনায় তৎপরতাসহ গণমাধ্যমের সহায়তায় আমি সন্তষ্ট। আমি আশা করি শীঘ্রই মুল আসামীরা ধরা পরবে এবং আমি আমার ছেলের হত্যার ন্যয় বিচার পাবো। রিফাতের বাড়িতে জেলা প্রশাসক বরগুনার নবাগত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিহত রিফাতের বাড়ি পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি রিফাতের বড় লবনগোলার বাড়িতে গিয়ে রিফাতের বাবা দুলাল শরীফের বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শান্তনা দেন। এসম তিনি রিফাতের বাবার হাতে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেন। এমএমএম/এইচএস |