সরিষার তৈলের ওপর কর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন |
![]() সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী বলেন, ১৯৯১ সাল থেকে মূল্য সংযোজন কর ব্যবস্থা চালু হওয়ার পর থেকে কখনোই সরিষার তৈলের ওপর মূল্য সংযোজন কর আরোপ করা হয়নি। কিন্তু চলতি অর্থবছরে সরিষার তৈলের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। ফলে প্রতি কেজি সয়াবিন ও পাম ওয়েলের চেয়ে বাজারে সরিষা তৈলের মূল্য বৃদ্ধি পাবে। এতে করে সরিষার তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে টিকতে পারবেনা। বিগত কয়েক বছর থেকে আর্ন্তজাতিক বাজারে সয়াবিন ও পাম তৈলের মূল্য অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে। বর্তমানে দেশে সয়াবিন প্রতি কেজি মিল মূল্য ৭৫ টাকা ও পাম প্রতি কেজি মিল মূল্য ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ভোক্তারা কম মূল্যে বাজারে সয়াবিন ও পামওয়েল কিনছেন। এতে করে দেশীয় কৃষি উৎপাদিত সরিষার তৈল বিক্রি কমেছে। অপরদিকে, সরিষার তৈল উৎপাদনে ব্যবহৃত মিলগুলো প্রায় বন্ধের পথে। তাই শিগগিরই সরিষার তৈলের ওপর কর প্রত্যাহার করা না হলে দাম বৃদ্ধি পাবে। এতে করে ক্রেতাও কমে যাবে। অপরদিকে কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারাবে। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি আলেপ উদ্দিন বাবু, সহ সভাপতি ফরিদ আকতার, যুগ্ম সম্পাদক আলি জিন্নাহ রাজা ও কার্যকরী সদস্য সাইদুল হোসেন অন্যরা। -এমএ |