For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

Published : Thursday, 20 June, 2019 at 8:57 PM Count : 368

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য উল্লেখ করে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, পরিবেশ ও জীবন একে অপরের পরিপুরক। পরিবেশে বিপর্যয় মানে জীবনের বিপর্যয়। আমাদের শহরাঞ্চলে পরিবেশ দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবেশ দূষিত হওয়ার এই মাত্রা আশংকাজনকহারে প্রতিনিয়ত বেড়েই চলেছে। শিল্প বর্জ, মেডিকেল বর্জ, প্রাণীজ এবং অন্যান্য বর্জসহ বিভিন্ন রাসায়নিক বর্জে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশ দূষণ থেকে জন সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২০ জুন) দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন উপলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সুজা-উর-রব চৌধুরী, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর হান্নান প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং শিশু একাডেমী মিলনায়তনে পরিবেশ বিষয়ক তথ্য চিত্র/ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শীত হয়। এরপর সুখসাগর একো পার্কে বৃক্ষরোপন ও পাখির অভয়াশ্রম তৈরীর জন্য গাছে হাড়ি বাঁধানো কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।

এমডিএইচ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft