For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে বাংলাদেশের দারকার ৩৮২

Published : Thursday, 20 June, 2019 at 7:39 PM Count : 211

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে বাংলাদেশের দারকার ৩৮২ রান।  মাত্র ১০ রানে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলে দেন সৌম্য সরকার। তারপর সেই ইনিংস গিয়ে থামে ১৬৬ রানে। তবে নিজের ভুলের খেসারত দিয়ে ওয়ার্নারের উইকেটটি তুলে নেন সেই সৌম্যই। আউট হওয়ার আগে ৫ ছক্কা ও ১৪ চারে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।  এরপর ওসমান খাজাকে ৮৯ রানে আউট করেন সৌম্য।

এর আগে, বিনা উইকেটেই দলীয় শতক পার করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এমন অবস্থায় অনিয়মিত বোলার সৌম্য সরকারের হাত ধরে আসে বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু। নিজের করা প্রথম ওভারেই সৌম্য ফেরান অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে। ব্যক্তিগত ৫৩ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিঞ্চ।

বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের পথ সহজ করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবার নেই মাশরাফির দলের। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ৪৭.১ ওভার অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৪।  বৃহস্পতিবার (জুন ২০) ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়ায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় পেলেও নিজেদের পরবর্তী ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হলো বাংলাদেশকে। কেননা ইনজুরির কারণে দলের দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈতক ছিটকে গেছেন। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

এদিকে অজিদের দলে এসেছে তিনটি পরিবর্তন। শন মার্শ, কেন রিচার্ডসন, জেসন বেহরনডর্ফ এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মার্কাস স্টোইনিস, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

-এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft