![]() |
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন |
![]() রাঙ্গামাটির ১০টি উপজেলা ও দুটি পৌরসভায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭৯ হাজার ৮শ ৮৪ শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ করা হবে। এছাড়া, ১ হাজার ৩শ ২টি স্থায়ী কেন্দ্র ও ৮৩টি মোবাইল সেন্টারে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার জেলা সিভিল সার্জেন অফিস সম্মেলন কক্ষে এ উপলক্ষে রাঙ্গামাটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত সিজিল সার্জন ডা. নিহার রঞ্জন নদ্দী। তিনি বলেন, এই র্কমসূচি আগামী ২২ জুন সারাদিন চলবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১শ ৮৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং নীল রঙের ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬শ ৯৬ শিশুদের দেওয়া হবে। ভারপ্রাপ্ত সিজিল সার্জন বলেন, রাঙ্গামাটিতে কিছু দূরর্বতী এলাকা রয়েছে। ওইসব এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে এইসব এলাকার কোন শিশু এই প্রোগ্রাম থেকে বাদ না পড়ে। ভিটামিন 'এ' প্লাসের যথাযথ তত্ত্বাবধান নিশ্চিতে রাঙ্গামাটি পুরো জেলায় ২শ ৪১ জন প্রথম শ্রেণীর তদারককারী নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণের সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকচুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সেক্রেটারী ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রশাদ চাকমা। সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট পেজেন্টশনের মাধ্যমে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সম্মুখ ধারণা দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাকসুদুল হাসান। -এসআইকেআই/এমএ |