![]() |
জিততে বাংলাদেশের দরকার ৩২২ |
![]() বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টনটনে আলোচিত ছোট মাঠে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। সে উদ্দেশ্যে সফল করেন সাইফউদ্দিন। তবে ১১ তম ওভার থেকে ধীরে ধীরে ম্যাচের লাগাম চলে যায় উইন্ডিজের হাতে। মোস্তাফিজ-সাইফের দুর্দান্ত বোলিং দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। একই ওভারে হেটমায়ার-রাসেলকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ৯ ওভার বোলিং করে ৫৯ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া সাইফ উদ্দিনও নিয়েছেন তিন উইকেট। তবে খরুচে ছিলেন এই বোলার। ১০ ওভারে রান দিয়েছেন ৭২। ছক্কা মেরে উইন্ডিজের ৩০০ সাইফ উদ্দিনকে ছয় মেরে ৩০০ রানের ঘর পার করেন ড্যারেন ব্রাভো। ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে ক্যারিবীয়রা ৩০০ পার করে। হোপকে সেঞ্চুরি করতে দেননি মোস্তাফিজ তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন শাই হোপ। আগলে রেখেছিলেন এক প্রান্ত। মোস্তাফিজের বলে ক্যাচ দিয়ে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন এই ব্যাটসম্যান। হোপকে আউট করে নিজের ঝুলিতে মোস্তাফজ জমা করলেন তৃতীয় উইকেট। এবার হোল্ডার ঝড় হেটমায়ার ও রাসেলের মত ভয়ংকর হার্ডহিটার একই ওভারে ফিরে গেলেও ঝড় থামেনি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১৫ বলে ৩৩ রান করে হোল্ডার বিপাকে ফেলে দেন মাশরাফীদের। তাকে ফিরেয়ে স্বস্তি এনে দেন সাইফ উদ্দিন। ফিজের জোড়া আঘাতে স্বস্তি ঝড় তোলা হেটমায়ার ও ক্রিজে আসা ভয়ংকর আন্দ্রে রাসেলকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান। হেটমায়ার ৫০ ও রাসেল ০ রানে সাজঘরে ফেরেন। হেটমায়ার ঝড় ক্রিজে এসেই ঝড় তোলেন শিমরণ হেটমায়ার। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৫০ ছোঁয়ার পরের বলেই মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে তামিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন এই হার্ড-হিটার ব্যাটসম্যান। পুরানকেও ফেরান সাকিব ক্যারিবীয়রা গেইলকে শুরুতেই হারানোর ধাক্কা সামলে ওঠে লুইস-হোপের ব্যাটে। এই জুটি ভাঙার পর সাকিব এবার ফেরান নিকোলাস পুরানকে। আউট হওয়ার আগে পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান। উইন্ডিজের ১৫০ ইনিংসের ২৯ ওভার দুই বলের সময় মেহেদী মিরাজকে ছয় মেরে স্কোর ১৫০ পূর্ণ করেন নিকোলাস পুরান। লুইস-হোপের শতরানের জুটি গেইলকে হারানোর ধাক্কা ক্যারিবীয়রা সামলে ওঠে লুইস-হোপের জুটিতে। ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকে দুজনের ব্যাট। চাপ বাড়ছিল টাইগারদের। তখন বল হাতে ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান। লুইসকে ব্যক্তিগত ৭০ রানে ফিরেয়ে ভেঙে দেন ১১৬ রানের জুটি। হোপ এখনো অপরাজিত আছেন হাফসেঞ্চুরি করে। |