For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

পাকিস্তানকে ৩৩৭ রানে জয়ের লক্ষ্য দিল ভারত

Published : Sunday, 16 June, 2019 at 7:57 PM Count : 682

রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে জয়ের জন্য ৩৩৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।  

রোববার ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর আগেই বৃষ্টির শঙ্কা ছিল।  সেই বৃষ্টি আসে খেলার ৪৭তম ওভারে।  তারপর কিছু সময় খেলা বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়।  নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৩৬ রান করেন।

ইনিংসের শুরুতে উইকেট তুলে ভারতকে চাপে ফেলার কৌশল নিয়ে টসে জিতেও ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সরফরাজ আহমেদ। দুই ভারতীয় ওপেনার যে রীতিমতো দুঃস্বপ্ন দিয়েছেন পাকিস্তানকে। 

ইনিংসের ২৪তম ওভারের আগে ভারতের উইকেট ফেলতে পারেননি পাকিস্তানি বোলাররা। উল্টো বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে রানের পাহাড়ে চড়ার প্রস্তুতি নিয়েছে ভারত। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের ইনজুরির সুবাদে ওপেন করতে নামা লোকেশ রাহুলকে নিয়ে দারুণ শুরু করেছেন রোহিত শর্মা। দুজনে মিলে মাত্র ১৭.৩ ওভারে তুলে ফেলেছেন ১০০ রান। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে কম ওভারে কখনো এক শ ছোঁয়নি ভারত। ১৩৬ রানে বিচ্ছেদের আগেই দুই ওপেনার মিলে ভারতীয় রেকর্ড গড়ে ফেলেছেন। পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান এখন রোহিত ও রাহুলের।
ভারতের এমন উড়ন্ত শুরুর পেছনে অবদান আছে পাকিস্তানি ফিল্ডারদেরও। দুটো পরিষ্কার রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি ফখর জামান ও শাদাব খান। ভাগ্যের ছোঁয়া পেয়ে টিকে যাওয়া রোহিত এখন এগোচ্ছেন সেঞ্চুরির পথে। নিজের শেষ ৫ ওয়ানডে ইনিংসে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৮০ রান করা রোহিত ১১৩ বলে ১৪০ রান করেছেন। মেরেছেন ১৪টি চার ও ৩টি ছয়। সঙ্গী লোকেশ রাহুলও ফিফটি ছুঁয়ে তবে মাঠ ছেড়েছেন। ওয়াহাব রিয়াজের বলে ফেরার আগে ৭৮ বলে ৫৭ রান করেছেন রাহুল। ৩ চারের সঙ্গে ২টি ছক্কা মেরেছেন রাহুল।

আগের ম্যাচেই ৫ উইকেট পাওয়া মোহাম্মদ আমিরকে দেখেশুনে সামলেছেন রোহিত-রাহুল। ৪ ওভারের প্রথম স্পেলে ১ মেডেনসহ ৮ রান দিয়েছেন টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১০ উইকেট পাওয়া আমির। বাকি সব বোলারকেই পেটাচ্ছেন দুজনে। লেগ স্পিনার শাদাব খান তো প্রথম ওভারেই দিয়েছেন ১৭ রান।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে শতরান তোলা ষষ্ঠ জুটি হয়েছে রোহিত-রাহুল। ঠিক আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ১০০ এর বেশি রান তুলেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ইনিংসের শুরুর দিকে পাকিস্তানি বোলারদের দুর্দশা চিত্রটাও ফুটে উঠছে এতেই।

কোহলির রেকর্ড

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙয়েন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি।  ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কম ম্যাচ খেলে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।  ভারতের লিটল মাস্টার শচীনের এ রান করতে লেগেছিল ২৭৬ ইনিংস। আজকের ম্যাচসহ ২৩০ ওয়ানডেতে ২২২ ইনিংস খেলে ১১ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।

১১ হাজার রান করতে আর মাত্র ৫৭ রানের প্রয়োজন ছিল। এমন পরিসংখ্যান নিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যানচেস্টারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন। হাসান আলীর বলে চার মেরে ক্রিকেটের ইতিহাসে নাম লেখান নতুন করে। 

পাকিস্তানের বোলিং

ভারতে বিপক্ষে পাকিস্তানী বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল মোহাম্মদ আমির।  তিনি কোটার ১০ ওভার বল করে ১ মেডেন ৪৭ রান দিয়ে ৩ উইকেট।  এছাড়া ওহাব রিয়াজ ও হাসান আলী প্রত্যেকে ১টি করে উইকেট নেন।  তবে পাকিস্তানি স্পিনারদের মধ্যে কেই আজ তেমন সুবিধা করতে পারেননি।  হাফিজ ও শোয়েব মালিক ১ ওভার করে বল করে দুজনেই দিয়েছেন সমান ১১ রান করে।  

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ চাহাল, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম উল হোক, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির।




« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft