For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

নিজস্ব মুদ্রা আনছে ফেসবুক!

Published : Saturday, 15 June, 2019 at 12:13 PM Count : 406

সামনের সপ্তাহেই ফেসবুক নিজেদের ক্রিপ্টোকারেন্সির আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির নাম হবে ‘লিবরা’। আগামী বছর থেকে এই ক্রিপ্টোকারেন্সি চালু হবে।

দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি চালু হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আসবে। ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্প  সফল হলে, অচিরেই বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লকচেইন প্রযুক্তির আওতায় চলে আসবে।

প্রচলিত মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো, ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময় মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। প্রচলিত এমন মুদ্রা হলো, বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো, লাইটকয়েন ইত্যাদি।
অন্যদিকে, ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।

এরই মধ্যে বিশ্বের বৃহৎ আর্থিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য গ্রাহকসেবাদানকারী প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ‘লিবরা’ ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চুক্তি করেছে। এসব কোম্পানির মধ্যে ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল, উবার, স্ট্রাইপ ও বুকিংডটকম অন্যতম। এসব কোম্পানিগুলো ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি তৈরির জন্য প্রত্যেকে এক কোটি ডলার করে বিনিয়োগ করবে। কোম্পানিগুলো ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অধীনে থেকে ফেসবুকের ডিজিটাল কয়েন ব্যবস্থাটি দেখভাল করবে।

বিশ্লেষকরা বলছেন, মূলত ফেসবুকের ২০০ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর কাছে কতটা জনপ্রিয় হয় এই ডিজিটাল কয়েন, তা যাচাই করতেই অন্য কোম্পানিগুলো ফেসবুকের সঙ্গে যোগ দিয়েছে।

দি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এও বলা হয়, উদ্যোগটি সফল হলে, তা থেকে লাভবান হওয়ার আশাতেই মাস্টারকার্ড ও ভিসার মতো কোম্পানি ফেসবুকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফেসবুক তার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার সহজ করতে প্রচলিত এটিএম বুথের মতো ব্যবস্থা রাখার পরিকল্পনা করছে। এসব বুথ থেকে ‘লিবরা’ মুদ্রা দিয়ে দেশের প্রচলিত সরকারি মুদ্রা নিতে পারবেন গ্রাহকরা।

টেকক্রাঞ্চসহ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বলছে, চলতি মাসের ১৮ তারিখ ফেসবুক ক্রিপ্টোকারেন্সির আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তবে বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করার আগে বেশ কিছু আইন-কানুনের মধ্যে দিয়ে যেতে হবে ফেসবুককে। এছাড়া এই মুদ্রার নিরাপত্তা ও মানি-লন্ডারিংয়ের ঝুঁকি দূর করার পর্যাপ্ত ব্যবস্থাও রাখতে হবে।

ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাংক অব ইংল্যান্ড ও ইউএস ট্রেজারি কর্তৃপক্ষের সঙ্গে ফেসবুক আলোচনা করেছে বলে জানা গেছে। এছাড়া, আর্থিক সেবাদাতা  প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে ফেসবুক। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft