For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

কলসিন্দুরের ফুটবল কন্যাদের অর্জনে দুর্বৃত্তদের আগুন

Published : Tuesday, 14 May, 2019 at 10:44 PM Count : 356


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে বয়সভিত্তিক ফুটবল দলের মেয়েদের বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাগজ আর ফুটবল খেলে মেয়েদের অর্জন করা মেডেল ও সনদগুলো।

মঙ্গলবার ভোরে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের ছুটিতে বিদ্যালয় এখন বন্ধ। বিদ্যালয়ের শিক্ষক উজ্জল চন্দ্র পাল, আবু নাইম বিশ্বাস ও রুবেল বিশেষ ক্লাসের জন্য প্রতিদিনের মত বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের ছাত্র তানভীরকে অফিস কক্ষ থেকে অন্য শ্রেণীকক্ষের চাবি আনার জন্য পাঠায় শিক্ষক। তানভীর বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙ্গা ও টেবিলে আগুনে পোড়া কাগজ দেখে শিক্ষকদের জানায়। পরে উজ্জল চন্দ্র পাল বিদ্যালয়ের বৈদ্যুতিক সুইচ দ্রুত বন্ধ করে অফিস কক্ষে গিয়ে দেখেন দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে  বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র, মেডেলের ফিতা, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। খবর পেয়ে অন্যান্য শিক্ষকরাও বিদ্যালয়ে উপস্থিত হন।


কলেজ শাখার শিক্ষক এবি সিদ্দিক বলেন, ‘বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙ্গা। বিদ্যালয় সরকারিকরণের কাজে বাধা সৃষ্টি করার জন্যই কেউ এমন কাজ করেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রতন মিয়া বলেন, ‘পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে কেলেঙ্কারির দায়ে একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। এছাড়া বিদ্যালয়ে তেমন কোনো সমস্যা নেই।’

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বিগত কয়েক বছরে দেশের বয়সভিত্তিক ফুটবলে ওই স্কুল একচেটিয়া সাফল্য অর্জন করেছে। স্কুলটির মেয়েরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়। বয়সভিত্তিক বিভিন্ন জাতীয় দলে কলসিন্দুর স্কুলের মেয়েদের প্রাধান্য চোখে পড়ার মতো।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft