For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published : Monday, 13 May, 2019 at 1:09 PM Count : 328

জয়পুরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা এসডিজি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।
এসডিজি একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক উন্নয়ন বিষয়ক এজেন্ডা হলেও যথাযথ ভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই। সে কারনে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে কৌশলপত্র প্রণয়ন করা হলে কেন্দ্রীয়ভাবে এসডিজি বাস্তবায়ন কৌশল এবং কর্মকাণ্ড নির্ধারণ সহজ হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন প্রকল্পের আওতায় বর্তমানে বাস্তবায়নাধীন ৩৯টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় এসডিজি বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে 'নাটোর মডেল' উপস্থাপন করেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো: রাজ্জাকুল ইসলাম।

জয়পুরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও এসডিজি বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইশরাত ফারজানার সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট, বিআইএম’র ব্যবস্থাপনা উপদেষ্টা মো. সাইদুর রহমান।

কর্মশালায় আরও অংশগ্রহন করেন, সরকারি বে-সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, স্কাউটস, শিক্ষানুরাগী, শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সাংবাদিকসহ অন্যান্য প্রতিনিধিরা।

-এসআইএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft