ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে কলা বাগান |
![]() এছাড়া ৪ বিঘা জমিতে নাকফজলি, বারি-৪ সহ বিভিন্ন উন্নত জাতের আম ও বিপুল পরিমাণ পেয়ারা গাছ ইট ভাটার ধোঁয়ায় পুড়ে গেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রায় ১২০ বিঘা জমিতে মানিক, চিনি চাম্পা, ও বিভিন্ন জাতের কলা রোপণ করেছেন আলমপুর ইউনিয়নের চৌঘাট, রসলপুর ও নন্দনপুর গ্রামের কৃষক। কলা চাষী কাজেম আলী, তরিকুল ইসলাম, নুর ইসলাম, আম বাগান চাষী ফরিদুল ইসলাম লিখিত অভিযোগ করেন, ৮০ থেকে ৯০ হাত দুরবর্তী ৪টি ইট ভাটা রয়েছে। এই ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় কলা গাছের পাতা মরে যাচ্ছে। ধানে লালচে রং ধারণ করছে। ভাটা মলিক মিজানুর রহমান বলেন, আমাদের ভাটায় কোন ক্ষতি হবে না। এলাকাসাবীর অভিযোগ ভাটা বন্ধের সময় যে ধোঁয়াটা ছাড়া হয় তা থেকে জলীয় বাষ্প আকারে যে ধোঁয়াটি বের হয় মূলত সেটিই ক্ষতির কারণ যার সত্যতা মালিকগণ স্বীকার করেছেন। ইতিপূর্বে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের নিয়ে আমরা ক্ষতিগ্রস্থদের ডেকে সমঝোতার মাধ্যমে কিছু টাকা দিয়েছি। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় বলেন, ভুক্তভোগী ৫৫ জন কৃষক অভিযোগ দায়ের করেছেন। আমি বিষয়টি অবগত আছি। যেহেতু ইট ভাটার কারণে এমন ক্ষতি হয়েছে তাই এর ক্ষতিপূরণ ভাটা মালিকদেরকেই দিতে হবে। -এমএ |