দ. আফ্রিকায় সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু |
![]() শনিবার রাত ৮টার দিকে আফ্রিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সায়মনের সহকর্মী তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করে। নিহত আব্দুর রহমান সাইমন (২১) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আনুমানিক দেড় বছর আগে ৭ লাখ টাকা ব্যয় করে দক্ষিণ আফ্রিকাতে কাজের সন্ধানে যান সাইমন। সেখানে জোয়ানেসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে সে কাজ করতো। গত সোমবার ওই দোকানে কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সাইমন তাদের বাঁধা দেয়। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে দোকানের মালামাল লুটে নিয়ে যায়। পরে আশপাশের বাংলাদেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইমন। -এমআরএম/এমএ |