For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড়

Published : Monday, 8 April, 2019 at 3:13 PM Count : 357


পহেলা বৈশাখকে সামনে রেখে পর্যটকদের পদ চারণায় মূখর হয়ে উঠেছে পার্বত্য চট্রগ্রামের পর্যটন নগরী রাঙ্গামাটি। রাঙ্গামাটি শহরস্থ আনাচে-কানাচে বিনোদন ও দর্শনীয় স্পটগুলোতে এখন পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর বর্ষার পর পরই পর্যটন মৌসুম শুরু হলেও এবার বাংলা নববর্ষকে সামনে রেখে পর্যটকরা রাঙ্গামাটিতে ভিড় জমাচ্ছেন।

নৈসর্গিক প্রকৃতির হাতছানিতে আগমন ঘটছে প্রকৃতিপ্রেমী মানুষের। প্রতি শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোতে লোকজনের ভীর জমছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানা যায়, সম-সাময়িক কয়েকদিন ছাড়া রাঙ্গামাটি পর্যটনে তেমন নেতিবাচক প্রভাব পড়েনি।

সরকারি পর্যটন বিভাগের রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, চলতি মৌসুম শুরুর দিকে পর্যটন কমপ্লেক্সে পর্যটকের আগমণ আশানুরুপ না হলেও বর্তমানে খুব ভালো চলছে। এখন পর্যটনের ভরা মৌসুম। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলা নববর্ষ। বর্তমানে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে এখন বুকিং থাকছে প্রায় শতভাগ। সরকারি সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্র ও শনিবার পর্যটকদের পদচারণায় মুখর থাকছে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স। পর্যটনের বাইরেও জমছে পর্যটকদের কোলাহল। পর্যটন কমপ্লেক্সে রাজস্ব আয় এখন মোটামুটি ভালো।

রাঙ্গামাটি ট্যুরিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকদের নিরাপত্তা দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যুরিষ্ট পুলিশ দায়িত্ব পালন করছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবাই সুন্দরভাবে রাঙ্গামাটি শহর ঘুরছেন। রাঙ্গামাটি সরকারি পর্যটন কমপেক্স ছাড়াও সেখানকার মনোরম ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পার্ক, জেলা পুলিশের পলওয়েল, লাভপয়েন্ট স্পট, সুভলং ঝর্ণা, আরণ্যক, পেদাটিংটিং, মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধ, সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, চাকমা রাজার বাড়িসহ প্রচুর দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্রসমূহ সবাইকে আকৃষ্ট করে।

-এসআইকেআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft