For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সাতক্ষীরায় ৭ উপজেলায় নৌকার ৫ ও স্বতন্ত্র ২ চেয়ারম্যান নির্বাচিত

Published : Sunday, 24 March, 2019 at 11:04 PM Count : 368

সাতক্ষীরার ৭ উপজেলায় নৌকায় ৫জন ও স্বতন্ত্র দুইজন মোট সাতজন প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের বিদ্রোহী বলে সূত্র জানায়। 

জেলা নির্বাচন অফিসের দায়িত্বশীল সূত্র জানায়, আশাশুনির নৌকা প্রতীকের প্রার্থী এবিএম মোস্তাকিম ৭৫,৫১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম পিন্টু পেয়েছেন ৪০,১৪১ ভোট। এবিএম মোস্তাকিম তৃতীয় ও চতুর্থ উপজেলা নির্বাচনে নির্বাচিত ছিলেন। 

এদিকে তালা উপজেলায় আওয়ামী লীগের ঘোষ সনৎ কুমার নৌকা প্রতিকে ৫০ হাজার ৮৪০ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলুল হক পেয়েছেন ৪৮ হাজার  ৫৫৬ ভোট। ঘোষ সনৎ কুমার তৃতীয় ও চতুর্থ উপজেলা নির্বাচনে জয়লাভ করেছিলেন। 

শ্যামনগরে আওয়ামী লীগের এসএম আতাউল হক দোলন নৌকা প্রতীকে ৭২ হাজার ৩২৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওসমান গনি পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।
কলারোয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ৭১ হাজার ৭৯৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন নৌকা প্রতিকে পেয়েছেন ৩৭ হাজার ২১১ ভোট।

সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু নৌকা প্রতিকে ৬২ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম শওকত হোসেন ৩৪ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন।

কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাঈদ মেহেদি ৫৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মেহেদি হাসান পেয়েছেন ৩৪ হাজার ৭৬৬ ভোট।

দেবহাটা উপজেলায় আওয়ামী লীগের আবদুল গনি নৌকা প্রতিকে ২৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ১৬,২৯৫ ভোট।

এমজেডআর/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft