For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সুরেশ হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

Published : Wednesday, 20 March, 2019 at 11:08 PM Count : 403

অস্ত্রধারী জেএসএস সন্ত্রাসীদের হাতে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কুমার তংচঙ্গ্যা নির্মমভাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ। 

বুধবার বেলা সাড়ে দশটার সময় রাঙামাটি পৌর চত্বর থেকে হাজারো নেতাকর্মীকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাস্তার উপর বসে সন্তু লারমা ও জেএসএসকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পাহাড়ের প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, সন্তুলারমার নেতৃত্বাধীন জেএসএস ও তাদের মিত্র ইউপিডিএফ এর সন্ত্রাসীদের হাতে সাধারণ জনগণসহ একের পর এক আওয়ামীলীগ নেতাকর্মী খুন হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সন্তুলারমার জেএসএস সন্ত্রাসীরা পাহাড়ে খুনের রাজত্ব কায়েম করেছে। এই ধরনের অবস্থায় পাহাড়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা ধৈর্য্য আর ধরবেনা। 
স্বল্প সময়ের মধ্যেই পাহাড়ের প্রশাসন যদি পার্বত্যাঞ্চলের জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাসী ও তাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু না করে তাহলে প্রতিরোধই প্রতিশোধ নিতে রাজপথে নামবে পার্বত্য চট্টগ্রামের আওয়ামীলীগের নেতাকর্মীরা। 

সমাবেশে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চুক্তির পর সরকারের কাছ থেকে সকল প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ করেও খুন-গুম-চাঁদাবাজির রাম রাজত্ব কায়েম করেছে। তাই সে শুধু পাহাড় নয় জাতীয় বেঈমানে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করে পার্বত্য শান্তি চুক্তি কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি দীপংকর তালুকদার বলেছেন, যে আওয়ামীলীগের সাথে চুক্তি করেছে সন্তু লারমা, সেই আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা খুন করে সন্তু লারমারা কখনোই পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে পারবে না বলেও হুশিয়ারী দিয়েছেন এমপি দীপংকর তালুকদার। 

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের অংসুই প্র“ চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসু সাইন চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী। 

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft