For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

আদমদীঘিতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Published : Monday, 18 March, 2019 at 8:45 PM Count : 406

বগুড়ার আদমদীঘিতে সোমবার সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। 

শহরের কেন্দ্রগুলোর চেয়ে গ্রামের ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। 

সরজমিনে দেখা যায়, সকালে কেন্দ্রগুলোতে কিছু ভোটার সারিবদ্ধ ভাবে ভোট দেন। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি কমতে থাকে। দুপুর না হতে কেন্দ্র ফাঁকা হয়ে যায়। এ সময় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটান। তবে যারা ভোট দিতে আসেন তারা অন্যান্য সময়ের চেয়ে শান্তিপূর্ণ ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্থি প্রকাশ করেন। 

ভোট কেন্দ্রগুলো হলো- নসরতপুর,হলুদঘর, মুরইল, সান্দিরা, উৎরাইল। 
সান্দিরা কেন্দ্রের পিজাইডিং অফিসার বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩১৬ জন। বেলা ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৯১জন। 

উৎরাইল কেন্দ্রের পিজাইডিং অফিসার ফারুক আহম্মেদ বলেন, এ কেন্দ্রের মোট ভোটার ৩১৮৬জন। বেলা ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৬৬৭জন। 

উপজেলার সান্তাহার পৌর শহরসহ ৬টি ইউপির ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এসব কেন্দ্রের কোথাও থেকে কোনো অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি। তবে চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান মন্টি অবজারভার অনলাইনকে বলেন, হলুদঘর, কন্দুগ্রাম, কোমারপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তাঁর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়। তিনি আরো বলেন, পান্নাৎপুর কেন্দ্রে প্রতিপক্ষ তার সমর্থকদের মারপিট করে। 

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম অবজারভার অনলাইন কে বলেন,এ ধরনের সংবাদ জানা নেই। তিনি আরো বলেন, উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। পুলিশের এ কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা।

উল্লেখ্য, উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ জন্য শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদের পুরুষ প্রার্থী পাঁচজন এবং মহিল তিনজন প্রার্থী নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ১৫৫ জন।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft