কলেজছাত্র রিফাত হত্যা মামলার আসামি গ্রেফতার |
![]() প্রতিকী ছবি শনিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গত ৬ জানুয়ারী (রোববার) রাত সাড়ে ১০টার দিকে পোড়াচক বাউশিয়া গ্রামের কলেজছাত্র রিফাত দেওয়ানকে ছুরিকাঘাতে আহত করে তার বন্ধুরা। চিকিৎসাধীন অবস্থায় রিফাত পর দিন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরে ৮ জানুয়ারি (মঙ্গলবার) রাতে রিফাতের বাবা কামরুল ইসলাম দেওয়ান বাদি হয়ে নিহত রিফাতের বন্ধু শিশির ও শুভর নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। -এমএ |