For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

‘স্পাইনাল কর্ড ডে’ উপলক্ষে সিআরপি’র র‌্যালি

Published : Wednesday, 5 September, 2018 at 5:05 PM Count : 471

‘মেরুদণ্ডের আঘাত প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক ‘স্পাইনাল কর্ড ডে’ পালিত হয়েছে। 

বুধবার সকালে এ উপলক্ষে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সিআরপি তার সহযোগী সংগঠনদের সাথে নিয়ে যথাযথ মর্যাদায় মানববন্ধন ও র‌্যালিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। 

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সিআরপি-সাভারে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পাইনাল কর্ড ইঞ্জুরি ডে'র সূচনা হয়।  র‌্যালি শেষে সিআরপি’র রেডওয়ে হলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

সিআরপি’র নির্বাহী পরিচালক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন। 
আয়োজিত সভায় মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হবার কারণ সমূহ চিহ্নিত করে তার প্রতিরোধ, প্রতিকার, ব্যবস্থাপনা বিষয়ক স্বাস্থ্য সেবা সম্পর্কে আলোচনা করা হয়।  এছাড়াও বিকালে সিআরপিতে ভর্তিরত মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

সভায় বক্তারা আরো বলেন, বিগত ৩৯ বছর যাবত সিআরপি বিভিন্ন উপায়ে মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভারী বোঝা বহনের সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের আঘাত প্রতিহত করার লক্ষে সিআরপির সক্রিয় প্রচেষ্টা ও সফল প্রচারণার মাধ্যমে খাদ্য-শস্যের ৮০ কেজি ওজনের বস্তা এখন কমিয়ে সর্বোচ্চ ৪০ কেজি করা হয়েছে।  এছাড়া সম্প্রতি ইজিবাইক নামক ব্যাটারি চালিত অটোরিকশার মোটরে ওড়না প্যাঁচিয়ে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হচ্ছে বহু নারী-পুরুষ, এমনকি অনেকে দুর্ঘটনা স্থলেই মারাও যাচ্ছে। 

তাই সমাজে মেরুদণ্ডের আঘাত প্রতিরোধ ও পুনর্বাসনে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য সরকার, সরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট সেক্টর, গণমাধ্যম, এনজিও, হাসপাতাল, স্কুল-কলেজ এবং সর্বোপরি সর্বসাধারণের অংশ গ্রহণের বিকল্প নেই। 

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান, বিশেষজ্ঞ অর্থোপেডিক এন্ড স্পাইনাল সার্জন ডাঃ ফজলুল হক, সিনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল, বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওমর আলী সরকার, সিআরপির মেডিকেল সার্ভিসের প্রধান ডাঃ সাঈদ উদ্দীন হেলাল এবং সিডাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর প্রতিষ্ঠাতা  ড. ভেলরি এ টেইলর স্পাইনাল কর্ড ইঞ্জুরি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবার ব্রত নিয়ে ১৯৭৯ সালে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত চারজন রোগী নিয়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির যাত্রা শুরু করেন।  সিআরপি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান যারা মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে আসছে।  এছাড়াও সমগ্র দক্ষিণ এশিয়ায় মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা প্রদানকারী সংস্থাও সিআরপি।  এ লক্ষে ২০১১ সালে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্পাইনাল কর্ড ইঞ্জুরিস এসোসিয়েশান (সিডাব) প্রতিষ্ঠা করেছে।  এখন পর্যন্ত সিডাব এর মোট সদস্য সংখ্যা প্রায় ১৩০০ জন এবং তারা নিজ নিজ জেলায় তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছেন। 

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft