Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৭তম মৃত্যুবার্ষিকী

Published : Wednesday, 5 September, 2018 at 4:18 PM Count : 495

পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনতে জাতির যে ক’জন শ্রেষ্ঠ সন্তান অসীম বীরত্ব আর সাহসিকতায় বুকের তাঁজা রক্তে স্বদেশের মাটি রঞ্জিত করেন, জন্মভূমির জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করে স্থাপন করেন দেশ প্রেমের অনন্য নজির, অর্জন করেন শ্রেষ্ঠ বীরের সম্মান, তাঁদেরই একজন নড়াইলের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

আজ ৫ সেপ্টেম্বর। এই বীরের ৪৭তম মৃত্যুবার্ষিকী ১৯৭১ সালের এই দিনে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে জীবন দান করেন তিনি।
মুক্তিযুদ্ধ চলাকালীন ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদ শেখ যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে একটি টহলের নেতৃত্ব দিয়ে পার্শ্ববর্তী ছুটিপুর পাক হানাদার বাহিনীর ঘাঁটির ওপর নজর রাখছিলেন। পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের বিপদজনক অবস্থায় ফাঁদে ফেলার পরিকল্পনা বুঝতে পেরে নূর মোহম্মদ সঙ্গীদের নিয়ে হানাদার বাহিনীর ঘাঁটির ওপর আক্রমণ করেন। যুদ্ধ চলাকালে মারাত্মক আহত সঙ্গী নান্নু মিয়াকে বাঁচাতে এগিয়ে এসে হানাদারদের মর্টার শেলের আঘাতে আহত হন নূর মোহম্মদ। মৃত্যু অনিবার্য জেনেও তিনি সিপাহী মোস্তফা কামালের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আহত নান্নু মিয়াকে নিয়ে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেন। মৃত্যুপথযাত্রী নূর মোহম্মদ এসএলআর নিয়ে শেষবারের মতো ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর ওপর। হানাদারদের শেষ করে নিজে শহীদ হন। পরবর্তীতে নিকটবর্তী একটি ঝোপের পাশে এই বীরের মৃতদেহ পাওয়া যায়। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহন করেন (বর্তমানে নূর মোহাম্মদ নগর)। পিতা মো. আমানত শেখ ও মাতা মোসা. জেন্নাতুন্নেছা। স্থানীয় পাইকমারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। শিক্ষা জীবনের অবসান ঘটিয়ে ২৩ বছর বয়সে ১৯৫৯ সালের ২৪ মার্চ নূর মোহাম্মদ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)-এ যোগ দেন। ১৯৭১ এর মার্চ মাসে ছুটি কাটাতে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ৮ নং সেক্টরে যুদ্ধ করেন। বর্তমানে তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা, ছেলে গোলাম মোস্তফা ও ৩ কন্যা রয়েছেন।

দিনটি পালন উপলক্ষ্যে নড়াইলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের বাড়ি সদরের নূর মোহাম্মদ নগরে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে নূর মোহাম্মদের বাড়ি অভিমুখে শোক র‌্যালী, স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ এবং বীরের সম্মানে গার্ড অব অনার দেওয়া হয়েছে। দুপুরে নূর মোহাম্মদ স্মৃতি সংগ্রহশালায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

-ডিএসবি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close