ফেসবুক, ফেক আইডি, ফেক মেন্টালিটি!
Published : Monday, 3 September, 2018 at 10:06 PM Count : 1141
প্রিয় বাঙালি জাতি, সহজ সরল জীবনযাপনের অধিকারী মানুষগুলো তাদের স্বকীয় সত্তা থেকে ক্রমশই নেট ভাইরাসে আসক্ত হয়ে ফেইক মনের অধিকারী হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ তার নিজের চরিত্রকে সস্তা করে নিজের ও সমাজের ব্যাপক মানহানিকর পরিস্থিতির সৃষ্টি করছে। একাধিক বেনামি ফেসবুকের মধ্যে অশ্লীল ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের অনুপযোগী করে তুলছে প্রতিনিয়ত! আবার কিছু দালাল ফেইক আইডি ব্যবহার করে সমাজের ভাল মানুষদের বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছে। শুরু হয়েছে ফেইক আইডি নিয়ে নানা রকম নোংরা ব্যবসা, যার ফলে তরুণ সমাজ হচ্ছে প্রতারিত, ধর্ষণ, খুন, সংসার ভাঙ্গন, ডিভোর্সসহ নানা রকম নীতি নৈতিকতা বর্জিত ঘটনা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে।
এমন ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে এখনো বাংলাদেশের আইন প্রশাসন কোন বড় রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে না বলেই সুস্থ, স্বাভাবিক মানুষগুলো নানা রকম মানহানিকর পরিস্থিতির সৃষ্টি মোকাবেলা করে হয়রানি হচ্ছে। মনের মধ্যে ও কু-কর্ম, লোভ, নোংরামিতে ছেয়ে গিয়েছে সমাজের নামিদামী মানুষগুলো, তারা বাহিরে নিজেকে আপডেট দিচ্ছি সমাজপতি হিসেবে, ভেতরে ভেতরে হাজার ও ফেইক আইডি খুলে নোংরামী করে বেড়াচ্ছে ‘দাঁড়কাক’-এর মত। যেমন তারা ভাবে চোঁখ বন্ধ রাখলে আমাকে কেউ দেখতে পাবে না, তেমনি ফেইক আইডি দিয়ে নোংরামী করলে সমাজে কেউ জানবে না, চিনবে না। ঘরেও থাকবে বাহিরে ও থাকবে। সবই চলবে গোপনে, সোপনে। এমন সমাজ প্রতিদের কেন সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কোন অ্যাকশন, সেকশনের আওতায় আনা হচ্ছে না ব্যাপারটা বোধগম্য হচ্ছে না সধারণ জনগণের।
এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইল সামাজিক পরিবেশকে ফেইক মুক্ত রাখতে। সমাজ বড়ই দুর্বল হয়ে পড়ছে ইন্টারনেট দুনিয়ার কাছে, একটি অবুঝ শিশু থেকে মৃত্যুর পথযাত্রী বৃদ্ধ পর্যন্ত। তাই উপযুক্ত আইনি পদক্ষেপ তাৎক্ষণিক না নিলে অস্থির সমাজকে রক্ষা করা প্রশাসনের পক্ষে কষ্ট সাধ্য হয়ে পড়বে, যার ফলে ধ্বংস- আর মৃত্যুর মাঝে সমাজকে রক্ত স্ন্যানে দিনযাপন করতে হবে।