আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
Published : Monday, 11 November, 2024 at 9:32 PM Count : 102
সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরনে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে সোমবার দিনব্যাপী জোবিঅ-আশুলিয়ার আওতাধীন ভূঁইয়াপাড়া, সারদাগঞ্জ, কাশিমপুর ও গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিচালনাকালে ২ এলাকা জুড়ে ৬টি পয়েন্ট থেকে দেয়া ৬ শতাধিক বাসাবাড়ি এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের ৫০০ মিটার পাইপ অপসারণ এবং অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা ও রাইজার জব্দ করা হয়।
আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে গিয়ে দেখা যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ। এসময় ছয়টি পয়েন্টে ২ কিলোমিটার এলাকা জুড়ে দেয়া ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভবিষ্যতেও অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ওএফ/এসআর