বাউফলে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
Published : Monday, 11 November, 2024 at 7:58 PM Count : 84
পটুয়াখালীর বাউফলে লামিয়া (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কালিশুরী ইউনিয়নের স্কুলবাড়ি এলাকার আবু চৌধুরী ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লামিয়া উপজেলার কেশবপুর গ্রামের নাসীর উকিলের মেয়ে। ছোট বোন লাবনীকে (১২) নিয়ে ওই ভবনে ভাড়ায় থাকতো।
তরুণীর চাচাতো ভাই তারেক সিকদার জানায়, প্রায় দুই বছর আগে স্থানীয় পোনাহুরা গ্রামের ঢাকাস্থ ব্যাবসায়ি স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছ্বেদ ঘটে লামিয়ার। এরপর শরীয়তপুর জেলার কোন একজনের সঙ্গে তার আরো এক বিয়ের খবর শোনা গেছে।
স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছোট বোন লাবনীকে নিয়ে ওই ভাড়ার বাসায় থাকতো লামিয়া। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাইরে থেকে তালা লাগিয়ে মাদ্রাসায় যায় ছোট বোন লাবনী। বিকালে ছুটি হলে বাসায় এসে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে লাশ ঝুঁলতে দেখে চিৎকার দেয় সে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারে আসা বাউফল থানার এসআই হাফিজুর রহমান জানান, তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না। থানায় নেয়ার পরে লাশ মর্গে পাঠানো হবে।
এএস/এসআর