Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

কেঁদে কেঁদে বাবার হত্যার বিচার চাইলো ছেলে

Published : Monday, 11 November, 2024 at 7:54 PM Count : 151

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘গৌরীপুরের সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচ’ এর উদ্যোগে সোমবার (১১নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন কেঁদে কেঁদে বলেন, ‘আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতো। বাবাকে দুর্বৃত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ধারণা দুর্বৃত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদেরকে চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্ত দুঃখের বিষয় বাবার হত্যাকাণ্ডের পর রবির কোন কর্মকর্তা আমাদের কোন খোঁজ-খবর নেয়নি। পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামী গ্রেফতার করতে পারেনি। মনে হচ্ছে পুলিশ আসামী গ্রেফতার নিয়ে গড়িমসি করছে। আমরা বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

গৌরীপর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ শেখ মোঃ বিপ্লব বলেন, আবুল হাসিম ২২ বছর ধরে রবি টাওয়ারে চাকরি করতেন। কিন্ত হত্যাকাণ্ডের পর অনেকদিন অতিবাহিত হলেও রবি কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে দাঁড়ায়নি বিষয়টি দুঃখজনক। আমাদের দাবি আপনারা দ্রুত পরিবারের পাশে দাঁড়ান। নয়তে আমরা গৌরীপুরে রবি সিম বর্জনের ডাক দেবো’।
গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি আপনার দ্রুত আসামি গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করবেন। নয়তো আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্য বদরুজ্জামান, নিহতের বড় ভাই মো আলী হায়দার, ছোট ভাই আব্দুল হেলিম, ভাতিজা আরিফ আহম্মেদ প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) এটিএম আকতারুজ্জামান বলেন, আবুল হাসিম হত্যা মামলাটি পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী ধরার চেষ্টা চলছে। আসামী গ্রেফতার নিয়ে পুলিশ গড়িমসি করছে এই অভিযোগ সত্য নয়।

প্রসঙ্গত, নিহত আবুল হাসিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকপাড়া গ্রামে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৯ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।

এসআইএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close