গণতন্ত্রের অগ্রযাত্রা সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
Published : Friday, 8 November, 2024 at 10:08 PM Count : 339
গণতন্ত্রের অগ্রযাত্রা সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসান মামুন বলেন, 'জনগণের পাশে থেকে জনগণের নিরাপত্তার পাশাপাশি তাদের সম্পদ এবং সমৃদ্ধির হাতিয়ার হিসেবে আমরা কাজ করতে চাই।'
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনসাধারণের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে যারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় তাদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, 'আমরা সবার কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান সবাই একত্রিতভাবে এই জনপদকে গড়ে তুলবো। ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো।'
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহআলম শানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল।
জনসভা উপলক্ষে জুমার নামাজের পর থেকেই জনসভাস্থলসহ উপজেলা শহরের প্রতিটি রাস্তাঘাটে গণমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। দুপুর ২টা থেকেই সভাস্থল দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন ও দূর দূরান্ত থেকে ঢাক ঢোল পিটিয়ে আসতে শুরু করে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এসটি/এমএ